
প্রকাশিত: Wed, Dec 28, 2022 3:51 PM আপডেট: Wed, Jul 2, 2025 2:30 AM
যাঁদের নামে ঢাকা মেট্রোরেল স্টেশনগুলোর নাম হতে পারে
রেজা ঘটক
২৮ ডিসেম্বরÑ২০২২, বাংলাদেশের একটি ঐতিহাসিক দিন। রাজধানী ঢাকায় প্রথম মেট্রোরেল চলাচল শুরু হবে। মেট্রোরেলের স্টেশনগুলোর জন্য আমি কিছু নাম প্রস্তাব করেছিলাম। কেউ আমলে নেয়নি। কর্তৃপক্ষকে আবারো মনে করিয়ে দেবার জন্য পুরোনো লেখাটি আবার এখানে দিচ্ছি। দেশের প্রথম মেট্রোরেলপথ দিয়াবাড়ি থেকে মতিঝিল পর্যন্ত। প্রায় ২০ কিলোমিটার দীর্ঘ এই রেলপথে ১৬টি রেলস্টেশন থাকছে। ১৩ মিটার উঁচুতে স্থাপিত হচ্ছে রেলপথ। এই রেলপথ পরে কমলাপুর পর্যন্ত বর্ধিত করা হবে। তখন কমলাপুরেও মেট্রোরেলের স্টেশন হবে। মেট্রোরেলের ১৭টি স্টেশনের নামকরণের একটি প্রস্তাব করেছিলাম। কোনো কোনো মেট্রো স্টেশন কোন কোন বিশিষ্টজনের নামে হবেÑ তার একটি তালিকা দিচ্ছি। বিশিষ্টজনদের নামে রেলস্টেশন নামকরণের প্রস্তাব কেন করছি, তা একটু বিবেচনা করুন। প্রয়োজনে আপনিও মতামত প্রদান করুন। প্রতিটি মেট্রো স্টেশন যে ব্যক্তির নামে হবে, ওই স্টেশনের সামনে তার একটি ৫০ ফুট উচ্চতার স্ট্যাচু থাকবে। স্ট্যাচুর সামনে তাঁর সংক্ষিপ্ত জীবনী বাংলা ও ইংরেজিতে খোদাই করা থাকবে। স্টেশনের গেটে স্টেশনের নামের পাশাপাশি ব্রাকেটে ওই স্থানের নাম থাকবে। মেট্রোরেলের স্ক্রলে শুধু ব্যক্তির নাম থাকবে। কিন্তু ভয়েস ওভারে ব্যক্তির নামের পাশাপাশি স্থানের নামও থাকবে। যারা এই প্রস্তাব সমর্থন করেন, তারা আরও যুক্তি দিন ঠিক কোন স্টেশনের নাম কোন ব্যক্তির নামে হলে আরও সুন্দর হয়। আমি এই ১৭ জন ব্যক্তির নামে ঢাকা মেট্রো রেলস্টেশনগুলোর নাম দেখতে চাই।
আমি মনে করি, একটা জাতিকে শিক্ষিত করতে অনেক ধরনের টুলস ব্যবহার জানতে হয়। মেট্রো স্টেশনগুলোর নাম দেশের বিখ্যাত ব্যক্তিদের নামে হলে (ব্রাকেটে জায়গার নাম থাকবে) নতুন প্রজন্ম স্টেশনে বসেই সেই ব্যক্তি সম্পর্কে একটা সুস্পষ্ট ধারণা পাবে। যে স্টেশন যার নামে, সেই স্টেশনে তার একটি স্ট্যাচু ও তার প্রোফাইল থাকবে। যা শিশুদের ওই স্টেশনে নেমে ওই ব্যক্তি সম্পর্কে জানার জন্য আগ্রহ তৈরি করবে। স্টেশনে অপেক্ষার ফাঁকে যাত্রীরা ওটা পড়ে নেবেন। বিশেষ করে শিশুরা। ব্রাকেটে জায়গার নাম থাকলে, ওটা কোন জায়গা সেটা আপনার চেনার জন্য যথেষ্ট। কিন্তু ব্যক্তির নামে হলে একসময় শিশুদের মুখস্থ হয়ে যাবে কোন স্টেশন আদতে কোন জায়গায়। যেসব বিশিষ্টজনের নামে মেট্রো স্টেশনের নাম প্রস্তাব করছি সেগুলো এরকম: [ ১] মওলানা আবদুল হামিদ খান ভাসানী (উত্তরা-উত্তর), [২] মাস্টারদা সূর্যসেন (উত্তরা-সেন্টার), [৩] শাহ আবদুল করিম (উত্তরা-দক্ষিণ), [৪] হাসন রাজা (পল্লবী), [৫] ধীরেন্দ্রনাথ দত্ত (মিরপুর-১১), [৬] লালন শাহ (মিরপুর-১০), [৭] এস এম সুলতান (কাজীপাড়া), [৮] কবি শামসুর রাহমান (শেওড়াপাড়া), [৯] কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর (আগারগাঁও), [১০] বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান (বিজয় সরণি), [১১] হোসেন শহীদ সোহরাওয়ার্দী (ফার্মগেট), [১২] মাইকেল মধুসূদন দত্ত (কারওয়ান বাজার), [১৩] শিল্পাচার্য জয়নুল আবেদীন (শাহবাগ), [১৪] কাজী নজরুল ইসলাম (ঢাকা বিশ্ববিদ্যালয়), [১৫] তফাজ্জল হোসেন মানিক মিয়া (বাংলাদেশ সচিবালয়), [১৬] শেরে বাংলা এ কে ফজলুল হক (মতিঝিল), [১৭] পল্লীকবি জসীম উদ্দীন (কমলাপুর)। মেট্রো স্টেশনের নামকরণগুলো কর্তৃপক্ষ ইচ্ছে করলেই বাস্তবায়ন করতে পারে। ফেসবুক থেকে
আরও সংবাদ
চ্যাম্পিয়ন ভারত : একটা ছোট মুহূর্ত কতো বড় পার্থক্য গড়ে দিতে পারে
‘ওই ক্যাচ হয়নি, সুরিয়াকুমারকে আবার ক্যাচ ধরতে হবে’!
কতো দেশ, কতোবার কাপ জিতলো, আমাদের ঘরে আর কাপ এলো না!
সংগীতাচার্য বড়ে গোলাম আলি খান, পশ্চিমবঙ্গের গর্ব সন্ধ্যা মুখোপাধ্যায় ও আমি
ইন্ডিয়ান বুদ্ধিজীবী, ফ্যাসিস্ট রাষ্ট্র ও দেশের বুদ্ধিজীবী-অ্যাক্টিভিস্ট
মতিউর প্রতিদিন ঢাকা বিশ্ববিদ্যালয় ৮৩ ব্যাচের বন্ধুদের গ্রুপে সৎ জীবন যাপনের উপদেশ দিতেন!

চ্যাম্পিয়ন ভারত : একটা ছোট মুহূর্ত কতো বড় পার্থক্য গড়ে দিতে পারে

‘ওই ক্যাচ হয়নি, সুরিয়াকুমারকে আবার ক্যাচ ধরতে হবে’!

কতো দেশ, কতোবার কাপ জিতলো, আমাদের ঘরে আর কাপ এলো না!

সংগীতাচার্য বড়ে গোলাম আলি খান, পশ্চিমবঙ্গের গর্ব সন্ধ্যা মুখোপাধ্যায় ও আমি

ইন্ডিয়ান বুদ্ধিজীবী, ফ্যাসিস্ট রাষ্ট্র ও দেশের বুদ্ধিজীবী-অ্যাক্টিভিস্ট
